শিরোনাম
নীলফামারীতে জলঢাকা থানা পুলিশের বিশেষ অভিযানে ১৮০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ০২ জন এবং একটি ইজি বাইক জব্দ।
বিস্তারিত
মাননীয় পুলিশ সুপার, নীলফামারী মহোদয়ের দিক-নির্দেশনায় জলঢাকা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মুক্তারুল আলম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব আব্দুর রহিম তার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ইং ০৯/০৫/২০২৪ তারিখ রাত্রী ২২.৩০ ঘটিকায় জলঢাকা থানাধীন কৈমারী ইউনিয়নের বড়ঘাট বাজারের সামনে পাকা রাস্তায় বিশেষ অভিযান ও চেকপোস্ট পরিচালনা করে দুইজন আসামি গ্রেফতার পূর্বক ১৮০ বোতল ফেনসিডিল ও একটি ইজিবাইক জব্দ করেন। আসামিগণ জব্দকৃত ইজি বাইকটির পিছনের সিটের পা রাখার জায়গার নিচে বিশেষভাবে প্লেন সিটের তৈরিকৃত বক্সের ভিতরে ১৮০ বোতল ফেনসিডিল বিক্রয়ের উদ্দেশ্যে বহন করতেছিল ।
গ্রেফতারকৃত আসামিরা হলেন ১।মোঃ হাফিজুল ইসলাম (২৮) পিতা মোঃ জনাব আলী গ্রাম- শিংগিমারী, থানা: হাতিবান্ধা জেলা-লালমনিরহাট ও ২। মোঃ আলমগীর(২৫) পিতা মোঃ রফিকুল ইসলাম, সাং-বাইশগাও দাদঘর, থানা- মনোহরগঞ্জ জেলা-কুমিল্লা। তারা দুজনেই পেশাদার মাদক ব্যবসায়ী।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জলঢাকা থানার মামলা নং- ১৪, তারিখ- ১০/০৫/২০২৪ ইং। ধারা : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর ৩৬(১) সারণির ১৩(গ)/ ৩৬(১) সারণির ১৪(গ) রুজু করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।