Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
রংপুর রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।
বিস্তারিত

রংপুর রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।


POLICE MEDIA CELL NILPHAMARI

[18 JANUARY 2025]


শনিবার (১৮ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ) জেলা পুলিশ, নীলফামারী এর আয়োজনে, পুলিশ লাইন্স, নীলফামারী মাঠে রংপুর রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। 


উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আমিনুল ইসলাম, ডিআইজি, রংপুর রেঞ্জ, রংপুর মহোদয়।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ নায়িরুজ্জামান, জেলা প্রশাসক, নীলফামারী; জনাব মোঃ সাইফুল ইসলাম, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, নীলফামারী; জনাব আসাদুজ্জামান, বিপিএম, পিপিএম, কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নীলফামারী; জনাব ডাঃ মোঃ হাসিবুর রহমান, সিভিল সার্জন, নীলফামারীসহ জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নীলফামারী জেলার সুযোগ্য পুলিশ সুপার, জনাব মোহাম্মদ মোর্শেদ আলম, মহোদয়।


প্রধান অতিথি মহোদয় এবং বিশেষ অতিথিগণ রংপুর রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলাটি অত্যন্ত আনন্দের সাথে উপভোগ করেন এবং খেলা শেষে রংপুর রেঞ্জের সম্মানিত ডিআইজি মহোদয় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।


পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথি মহোদয় তার বক্তব্যে বলেন, সুন্দর জীবন যাপনের জন্য সুস্থতা অপরিহার্য। বিশেষত বাংলাদেশ পুলিশের সকল সদস্যের দায়িত্ব পালনের ক্ষেত্রে শারীরিক সুস্থতা আবশ্যক। শারীরিক সুস্থতার ক্ষেত্রে খেলাধুলা অন্যতম ভূমিকা পালন করে। নিয়মিত খেলাধূলা চর্চার মাধ্যমে শারীরিক সক্ষমতা বৃদ্ধির জন্য সকল পুলিশ সদস্যের প্রতি তিনি আহ্বান জানান। পরিশেষে চমৎকার একটি টুর্নামেন্ট আয়োজনের জন্য তিনি পুলিশ সুপার সহ জেলা পুলিশ নীলফামারীকে ধন্যবাদ জানান। এ সময় তিনি বিজয়ী ও বিজিত দলকে অভিনন্দন জানান।


বিজয়ীরা হলেনঃ


★এককঃ

কনস্টেবল হতে এসআই পদমর্যাদারঃ

১। রানার আপ- নীলফামারী জেলা, কনস্টেবল/ ৭১৪ মোঃ রিপন মিয়া 

২। চ্যাম্পিয়ন- লালমনিরহাট জেলা, কনস্টেবল/ ৫১৭ মোঃ আহসান হাবীব 

★দ্বৈতঃ

কনস্টেবল হতে এসআই পদমর্যাদারঃ

১। রানার আপ- নীলফামারী জেলা, (ক) কনস্টেবল/২০১ মোঃ তাইফুর রহমান (খ) কনস্টেবল/৭১৪ মোঃ রিওন মিয়া

২। চ্যাম্পিয়ন লালমনিরহাট জেলা, (ক) নায়েক/১৩২ মোঃ নাজমুল হক (খ) কনস্টেবল/ ৫১৭ মোঃ আহসান হাবিব

★দ্বৈতঃ

ইন্সপেক্টর হতে তদূর্ধ্ব পদমর্যাদাঃ

১। রানার আপ- কুড়িগ্রাম জেলা, (ক) পুলিশ পরিদর্শক (নি:) জনাব মোঃ আব্দুর রাজ্জাক মিঞা (খ) পুলিশ পরিদর্শক (নি:) জনাব মোঃ হাবিবুল্লাহ

২। চ্যাম্পিয়ন- নীলফামারী জেলা, (ক) জনাব মোঃ ফজলে এলাহী, অফিসার ইনচার্জ ডিমলা থানা নীলফামারী (খ) জনাব জ্যোতির্ময় রায়, পুলিশ পরিদর্শক (শ: ও যা:) নীলফামারী।


এসময় উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন জনাব মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নীলফামারী; জনাব নিয়াজ মেহেদী, সহকারী পুলিশ সুপার, ডোমার সার্কেল নীলফামারী; সকল থানার অফিসার ইনচার্জবৃন্দসহ রংপুর রেঞ্জের বিভিন্ন জেলা হতে আগত অফিসার ও ফোর্সবৃন্দ।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
18/01/2025
আর্কাইভ তারিখ
05/02/2025