অদ্য ১৩/০৮/২০২০ তারিখ রংপুর রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল জনাব দেবদাস ভট্টাচার্য্য বিপিএম মহোদয়ের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে রেঞ্জ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
উক্ত কনফারেন্সে রংপুর রেঞ্জাধীন ০৮ টি জেলার অাইন শৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণ বিষয়ে আলোচনা হয়। রেঞ্জ কনফারেন্সে সম্মানিত ডিআইজি মহোদয় রেঞ্জাধীন জেলাসমূহের অপরাধ নিয়ন্ত্রণের বিভিন্ন বিষয়ে সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন।
রেঞ্জ কনফারেন্সে জুন/২০২০ মাসের কৃতিত্বপূর্ণ কর্মকাণ্ডের জন্য ০৮ টি জেলার মোট ২৭ জনকে পুরস্কৃত করেন। তার মধ্যে নীলফামারী জেলার হতে ০৯ জন পুরস্কৃত হন।
১) ক্লুলেস খুন মামলার রহস্য উদঘাটনের জন্য জনাব কেএম আজমীরুজ্জামান, ওসি, ডিবি, নীলফামারী।
২) ক্লুলেস খুন মামলার রহস্য উদঘাটনের জন্য জনাব মোঃ মাহমুদ-উন-নবী, পুলিশ পরিদর্শক (তদন্ত), সদর থানা।
৩)ক্লুলেস খুন মামলার রহস্য উদঘাটনের জন্য জনাব মোঃ সোহেল রানা, পুলিশ পরিদর্শক (তদন্ত), ডিমলা থানা।
৪) অপহরণ মামলার রহস্য উদঘাটনের জন্য জনাব মোঃ আতিকুর রহমান, এস আই, ডিমলা থানা।
৫) আত্মহত্যার চেষ্টা করে ভিকটিমকে সুস্থ অবস্থায় উদ্ধারের জন্য জনাব কমলেশ চন্দ্র, এসআই, ডিমলা থানা।
৬) চোরাচালানকৃত গরু উদ্ধারের জন্য জনাব মোঃ সোহেল রানা, পুলিশ পরিদর্শক (তদন্ত), ডিমলা থানা।
৭) নিষিদ্ধ ঘোষিত আল্লাহর দল সদস্য গ্রেফতারের জন্য জনাব মোঃ আব্দুর রহমান সরকার, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), ডিবি।
৮) ক্লুলেস খুন মামলা রহস্য উদঘাটনের জন্য জনাব মোঃ আজগর আলী, পুলিশ পরিদর্শক (অপারেশন), সদর থানা।
৯) জাল টাকা উদ্ধারের জন্য জনাব সুমন চন্দ্র রায়, এসআই, ডোমার থানা।
এছাড়াও জুলাই/২০২০ মাসের কৃতিত্বপূর্ণ কর্মকাণ্ডের জন্য মোট ১৯ জন পুরস্কৃত হন যার মধ্যে নীলফামারী জেলা হতে ০৫ জন রয়েছেন। তারা হলেন-
১) শ্রেষ্ঠ এসআই জনাব মোঃ সহিদুর রহমান, এস আই, সৈয়দপুর থানা।
২) খুন মামলা রহস্য উদঘাটনের জন্য জনাব মোঃ মফিজুল হক, পুলিশ পরিদর্শক (তদন্ত), কিশোরগঞ্জ থানা।
৩) ক্লুলেস খুন মামলা রহস্য উদঘাটনের জন্য জনাব মোঃ আব্দুল আজিজ, এসআই, কিশোরগঞ্জ থানা।
৪) ক্লুলেস গরু চুরি মামলার রহস্য উদঘাটনের জন্য জনাব মোঃ শাহারুল ইসলাম, এসআই, সদর থানা।
৫) মোটরসাইকেল চুরি মামলার রহস্য উদঘাটনের জন্য জনাব মোঃ আজম হোসেন প্রধান, এসআই, ডোমার থানা
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস