Wellcome to National Portal
Main Comtent Skiped

অর্জনসমূহ

অত্র কার্যালয়ের অর্জন সমূহঃ 

১। উন্নয়নমূলক কর্মকান্ডঃ

বিগত ০১ বছরে নীলফামারী জেলা পুলিশের অবকাঠামোগত বিভিন্ন উন্নয়ন সাধিত হয়েছে। এর মধ্যে নীলফামারী পুলিশ লাইন্সে নারী পুলিশ সদস্যদের জন্য নতুন ব্যারাক, পুলিশ লাইন্স ব্যারাকের উর্ধ্বমূখী সম্প্রসারণ সহ অবকাঠামোগত বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড সম্পন্ন হয়েছে। পুলিশ লাইন্স লাইব্রেরি স্থাপন করা হয়। ২০২৩ সালে নীলফামারী জেলা পুলিশে ০১টি রেকার সংযুক্ত হয়েছে। এছাড়া ০৫ টি কম্পিউটার ও ০১ টি ল্যাপটপ সরবরাহ করা হয়েছে।

২। উদ্ভাবনী কর্মকান্ড ঃ

ক) বিট পুলিশিং সার্ভিস, নাগরিক সেবার অভিষ্ট লক্ষ্যসমূহকে জনগণের দোরগোড়ায় নিয়ে যাওয়ার অভিপ্রায়কে আরো সুদৃঢ় করতে নীলফামারী জেলা পুলিশ সম্মানিত প্রাধিকার প্রাপ্ত নাগরিকদের জন্য মাসিক বিট পুলিশিং স্পেশাল সার্ভিস চালু হয়েছে। বর্তমানেও চলমান আছে। নীলফামারী জেলায় ০৬ টি থানা এলাকায় ২০২৩ সালে ২৮,৫৬৬ টি উঠান বৈঠক করা হয়েছে।

খ) নাগরিক সেবায় পুলিশের উদ্ভাবনী সম্মিলিত উদ্যোগ স্মার্ট বাংলাদেশের স্মার্ট পুলিশ অভিযাত্রাকে ত্বরান্বিত করতে নীলফামারী জেলাকে মাসিক বিট পুলিশিং প্রায়োরিটি সার্ভিস আওয়ার এর মাধ্যমে নাগরিকদের তাৎক্ষণিক পুলিশী সেবা প্রদান করা হচ্ছে। সদাশয় সরকারের নাগরিকসেবার অভীষ্ট লক্ষ্যসমূহকে জনগণের দোরগোড়ায় নিয়ে যাওয়ার অভিপ্রায়কে আরো সুদৃঢ় করতে নীলফামারী জেলা পুলিশ সম্মানিত প্রাধিকার নাগরিকদের জন্য মাসিক বিট পুলিশিং স্পেশাল সার্ভিস চালু করেছে। 

গ) নীলফামারী জেলায় ১৫২ টি সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে অপরাধীদের সনাক্তকরণ ও আইনের আওতায় আনা সহজীকরণ করা হয়েছে।

৩। সার্ভিস ডেলিভারী সহজীকরণঃ

ক) নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প ডেস্ক স্থাপন করতঃ থানায় আগত সেবা  প্রার্থীদের দ্রæত ও কার্যকর সেবা প্রদান করা হচ্ছে।

খ) বিট পুলিশিং সার্ভিস, সদাশয় সরকারের নাগরিক সেবার অভিষ্ট লক্ষ্যসমূহকে জনগণের দোরগোড়ায় নিয়ে যাওয়ার অভিপ্রায়কে আরো সুদৃঢ় করতে নীলফামারী জেলা পুলিশ সম্মানিত প্রাধিকার প্রাপ্ত নাগরিকদের জন্য মাসিক বিট পুলিশিং স্পেশাল সার্ভিস চালু হয়েছে।

গ) ওপেন হাউজ‘ডে এর মাধ্যমে জনসাধারণের সাথে মতবিনিময় কার্যক্রম চলমান আছে।

ঘ) দ্রæততম সময়ে চাকুরীর পুলিশ ভেরিফিকেশন, পাসপোর্ট ভেরিফিকেশন সম্পন্ন এবং পুলিশ অফিস রিসিপশন ডেস্ক হতে পুলিশ ক্লিয়ারেন্স প্রদান করা হচ্ছে।

৪। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সাফল্যঃ

জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় ও যে কোনো ধরণের বিশৃঙ্খলা সৃষ্টির অপতৎপরতা রোধ কল্পে কঠোর গোয়েন্দা নজরদারির পাশাপাশি গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন, সিসি ক্যামেরা স্থাপন ও ডিউটি পোস্ট স্থাপন করে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য সাফল্য অর্জন সম্ভব হয়েছে। বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে। জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ, নির্মূল ও নিয়ন্ত্রণের জন্য সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠান সমূহে নিয়মিতভাবে সভা-সেমিনার আয়োজন করা হচ্ছে। বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে আন্তঃসর্ম্পক ও সম্প্রীতি বৃদ্ধি কল্পে প্রচার-প্রচারণা এবং নিয়মিতভাবে সভা-সেমিনারের আয়োজন করা হচ্ছে। 

মাদক বিরোধী চলমান কার্যক্রম ও অভিযান অব্যাহত আছে। পাশাপাশি বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং ও গ্রাম পুলিশদের সহায়তায় সামাজিক সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। সেই সাথে কোন পুলিশ সদস্য যেন মাদক ব্যবসার সাথে জড়িয়ে না পরে সে বিষয়ে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে মাদকের প্রবেশ বন্ধে চেকপোস্ট ও বিশেষ ডিউটি পোস্ট স্থাপন করা হয়েছে।  ‘‘এলএসডি, আইসসহ নতুন নতুন মাদক প্রবেশ রোধে গোয়েন্দা নজরদারিসহ অভিযান অব্যাহত রয়েছে।  মাদক ও মাদকের ভয়াবহ কুফল বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে প্রচার-প্রচারণাসহ জনমত গড়ে তোলা হচ্ছে। পাশাপাশি বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং ও গ্রাম পুলিশদের সহায়তায় প্রচার-প্রচারণাসহ সামাজিক সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। মাদকের ব্যবহার নির্মূলের লক্ষ্যে ‘শূন্য সহিষ্ণুতা নীতি’বাস্তবায়নে কুইক রেসপন্স টিম গঠনসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। মাদক ব্যবহার ও অপরাধে জড়িয়ে পড়া কিশোর গ্যাং সমূহ চিহ্নিত করণ এবং যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

২০২৩ সালে নীলফামারী জেলা পুলিশ কর্তৃক বিভিন্ন চাঞ্চল্যকর মামলার ঘটনায় সঠিক তদন্ত করতঃ রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার ও অভিযোগপত্র বিজ্ঞ আদালতে দাখিল করা হয়েছে। তন্মধ্যে উল্লেখ্যযোগ্য চাঞ্চল্যকর মামলা সমূহ-

             ডােমার থানার মামলা নং-০১ তাং-০২/০৫/২০২৩ খ্রঃি, ধারা-৩৯৫/৩৯৭ পনোল কোড সংক্রান্তে ডাকাতি মামলায় জলো পুলশি, নীলফামারী র্কতৃক লুন্ঠতি মালামাল ০৯ জন জড়তি আসামীকে গ্রফেতার  এবং লুন্ঠতি কাজে ব্যবহৃত মোটরসাইকলে উদ্ধার করে মামলার রহস্য উদঘাটন করা হয়।

             কিশোরগঞ্জ থানার মামলা নং-২৫, তারিখ-২৮/০৮/২০২৩খ্রিঃ ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড সংক্রান্ত ক্লুলেস মামলার রহস্য উদঘাটন ০৪ জন আসামী গ্রেফতার এবং ০৩ জন আসামী ফৌঃকাঃবিঃ ১৬৪ ধারায় বিজ্ঞ আদালতে সেচ্ছায় জবানবন্দি প্রদান করেন।

             জলঢাকা থানার মামলা নং- ০৩, তাং-০৫/০৬/২০২৩ ধারা-৩৯৪ পেনাল কোড সংক্রান্তে ক্লুলেস মামলার রহস্য উদঘাটন লুন্ঠিত অটো উদ্ধার ০১ জন আসামী গ্রেফতার এবং ০১ জন আসামী ফৌঃকাঃবিঃ ১৬৪ ধারায় বিজ্ঞ আদালতে সেচ্ছায় জবানবন্দি প্রদান করেন।

             সৈয়দপুর থানার মামলা নং-০৩ তারিখ-০১/০৯/২০২৩খ্রিঃ ধারা-৩২৮/৩০২/৩৭৯/৩৪ পেনাল কোড সংক্রান্ত মামলায় মামলার রহস্য উদঘাটন আসামি গ্রেফতার সহ চোরাই অটো উদ্ধার করা হয়।

             জলঢাকা থানার মামলা নং-২৮ তাং-২২/০৯/২০২৩ খ্রঃি ও ধারা- ১৯৭৪ সালরে বশিষে ক্ষমতা আইনরে ২৫(ব)ি সংক্রান্তে ৪০০ বোতল আমদানী নষিদ্ধি ভারতীয় ফন্সেডিলি উদ্ধার করা হয়।

২০২৩ সালে নীলফামারী জেলা পুলিশ কর্তৃক মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, গ্রেফতার ও অন্যান্য তথ্যাদিঃ-

মামলার সংখ্যা      মামলা নিষ্পত্তি      ওয়ারেন্ট নিষ্পত্তি  বিভিন্ন অপরাধে আসামী গ্রেফতার    উদ্ধারকৃত মালামাল            মাদক মামলায় গ্রেফতার

১৭৭১ টি               ১৭৫৬ টি         ৫৯৫৩ টি         ৫৯৯৫ জন             

ক) হেরোইন = ৮০.৬৯ গ্রাম

খ) গাঁজা = ৩৩ কেজি ৯৮০ গ্রাম

গ) ফেন্সিডিল = ৫১৮ বোতল

ঘ) ইয়াবা = ১৯৫৮ পিস

ঙ) স্পিরিট = ১০ লিটার

চ) বিদেশী মদ = ০৪বোতল

ছ) দেশী মদ = ৫৬ লিটার

জ) ট্যাপেন্টাডল= ২৫০ পিস               

২৬০ জন

নন এফআইআর প্রসিকিউসন             আলামত নিষ্পত্তি  এনইআর দাখিল    পি এন্ড এ                জেল প্যারেড         নারী, শিশু ও বয়স্ক হেল্প ডেস্কে সেবা প্রদান            উঠান-বৈঠক/বিট পুলিশিং সভা        দিবা/রাত্রী টহল

১৪৮৯ টি               ১৫১৬ টি               ১৩০৬টি               ৭৮টি      ৯৯টি      ১৮৮৭ জন            ২৮,৫৬৬ টি         ১৭,৬৫০টি

৫। ডিএসবি কর্তৃক ২০২৩ সালে পুলিশ ভেরিফিকেশন, পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স নিষ্পত্তি সংক্রান্তে তথ্যঃ

পুলিশ ভেরিফিকেশন           পাসপোর্ট ভেরিফিকেশন      পুলিশ ক্লিয়ারেন্স

১,৮৯৯ টি             ১৫,৫৭৩ টি           ২,৮২০

৬। জেলা ট্রাফিক পুলিশ কর্তৃক ২০২৩ সালে প্রসিকিউসনের মাধ্যমে সরকারী কোষাগারে জমাকৃত অর্থ সংক্রান্তে তথ্যঃ

ট্রাফিক প্রসিকিউসনের সংখ্যা            সরকারী কোষাগারে প্রদানকৃত অর্থ  মন্তব্য

১১,২২৩ টি            ৪,২৩,৩৩,২৮৫/- (চারকোটি তেইশ লক্ষ তেত্রিশ হাজার দুইশত পঁচাশি টাকা)        

৭। আধুনিক/যুগোপযোগী সংক্রান্ত কার্যক্রমঃ

ক) জেলা পুলিশের কার্যক্রম গতিশীল করা ও দ্রæত পুলিশী সেবা ত্বরান্বিত করার লক্ষ্যে  মোবিলাইজেশন টিম ও কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে।

খ) বিট পুলিশিং সার্ভিস, নাগরিক সেবার অভিষ্ট লক্ষ্যসমূহকে জনগণের দোরগোড়ায় নিয়ে যাওয়ার অভিপ্রায়কে আরো সুদৃঢ় করতে নীলফামারী জেলা পুলিশ সম্মানিত প্রাধিকার প্রাপ্ত নাগরিকদের জন্য মাসিক বিট পুলিশিং স্পেশাল সার্ভিস চালু আছে

গ) অনলাইন জিডি কার্যক্রমে গতিশীলতা আনয়ন করা হয়েছে।